Dangerous flash flood engulfs Sunamganj

আগাম বন্যা দেখা দেওয়ায় জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

২০০০ কোটি টাকার ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা । সুনামগঞ্জের ১৩৮ টি ছোট বড় হাওরের বেশিরভাগেই এক ফসলি জমি। বোরো ধান হয় প্রায় সকল হাওরেই। এবার জেলার ১১ উপজেলার দুই লাখ ২১ হাজার হেক্টর (১ হেক্টর = ২.৪৭ একর)জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চালের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৩৫ হাজার মে.টন।যার মূল্য প্রায় দুই হাজার আট’শ কোটি টাকা।
দিরাই এর বরাম ও চাপতি ডুবে প্রায় ১১ হাজার হেক্টর বোরো ধান ডুবে গেছে। এছাড়া ধর্মপাশার ৩ টি বাঁধ ভেঙেছে। এবার চৈত্রের মাঝামাঝি থেকেই সুনামগঞ্জে ভারী বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জেলার সবকটি হাওর রক্ষা বাঁধ হুমকির মধ্যে পড়ে। রোববার সকালে জেলার বড় দুটি হাওর বরাম ও চাপতি’র ফসল ডুবা শুরু হয়েছে।বরাম হাওর পাড়ের কৃষক বাবুল মিয়া, আব্দুল তোয়াহেদ ও ওসমান গণি জানালেন, বাঁধ ভাঙ্গার খবর পেয়ে পাউবো’র প্রকৌশলীরা হাওর ছেড়ে পালিয়েছেন। বাঁধের কাজে নিযুক্ত পিআইসির সভাপতি আব্দুস ছালামের দেখাও মিলছে না। ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা সুয়েব আহমদ বলেছেন..কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. জাহিদুল হক বলেন,‘সরকারি হিসাবে শনিবার পর্যন্ত দেড় হাজার হেক্টর জমি ডুবেছে এবং পানিতে নিমজ্জিত হয়েছে আরো প্রায় ৫ হাজার হেক্টর জমি’।উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, আগাম বন্যা দেখা দেওয়ায় এখন পর্যন্ত এ উপজেলায় ১ হাজার ৯২৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, এখন পর্যন্ত এ উপজেলায় ৫০ ভাগ বোরো জমির ধান কাটা হয়েছে। পাহাড়ি ঢলের পানি ও বৃষ্টির পানির চাপে নদীতে পানি বেড়ে যাওয়ায় উপজেলার সবক’টি বাঁধই এখন ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও পাউবোসহ সকলেই হাওরের ফসল রক্ষায় কাজ করে যাচ্ছেন।উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাতারিয়া-পাথারিয়া ও সকাল আটটার দিকে গাগলাখালী বাঁধটিতে ভাঙন দেখা দেয়। পরে বাঁধ দুটি ভেঙে তিনটি হাওরের ১ হাজার ৮০ হেক্টর বোরো জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে।
১ হেক্টর = ২.৪৭ একর ১ হেক্টর = ৭.৪৭ বিঘা ১ হেক্টর = ১০০ এয়র
বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণঃ
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৩৫৬০ বর্গফুট= ১ একর১৬১৩ বর্গগজ= ১ বিঘা
১৪৫২০বর্গগজ= ১ বিঘা৪৮.৪০ বর্গগজ= ০১ শতাংশ
৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
৮০.১৬ বর্গগজ= ১ কাঠা৭২১.৪৬ বর্গগজ= ১ কাঠা
৫.০১ বর্গগজ = ১ ছটাক ৪৫.০৯ বর্গফুট= ১ কাঠা ২০ বর্গহাত = ১ ছটাকা ১৮ ইঞ্চি ফুট= ১ হাত (প্রামাণ সাই)