বিমান বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিমান হবে বাংলাদেশের ‘মেঘদূত’।” --বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন
At last big headed chairman off loaded from Biman
New Icon to expands wings of Biman in the blue sky
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সচিব (অর্থ) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এনআই) খান, বিমান বাহিনীর সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন ও ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব (বিদ্যুৎ বিভাগ) তাপস কুমার রায়, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ইমারজিন রিসোর্সেস লিমিটেডের চ্যাটার্ড অ্যাকাউন্টেট নূর-এ খোদা ও বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক উইং কমান্ডার আসাদুজ্জামান।
Burning Issues b4 Biman
- Pay Scale-2015
- Promotion
- New Route implementation
- Improve Quality of services
- Ground Handling modernization
- Utilization of Human resources
- Security upgradation