This is a different
It is based on brutal killing of Hindu priest on last 21st Feb,2016 at Panchogarh district of Bangladesh.
তার নিথর দেহ দেখলাম পড়ে আছে তারই গড়া মন্দিরের সামনে ।এক নির্মম জঘন্য দৃশ্য । এটা ভাবা যায় না । কেন তাকে হত্যা করা হল ? এর উত্তর জানা নাই । পুরোহিত যজ্ঞেশ্বর রায় এর যে আদর্শ তা ছিল অহিংস । গৌড় ভগথরা কার নিন্দা করেন না, কাওকে হেও করেন না, তারা মানবতা বাদি ,তবে তাকে হত্যা করা হল কেন? পত্রিকায় খুনের ছবি ছাপা হয়েছে কিন্তু খুনের উদ্দেশ্য কি কিছুই বলে নাই । গৌড়ীয় বৈষ্ণব ধর্মোপাসনার কেন্দ্রীয় বিষয় হল রাধা ও কৃষ্ণ এবং তাঁদের বিভিন্ন দৈব অবতারকে স্বয়ং ভগবান বা সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজা করা। এই ধর্মের প্রধান প্রতিপাদ্য বিষয় হল ভক্তি।পবিত্র নাম জপ এবং কীর্তন।
তাহলে কি হিন্দুরা তাদের ধর্ম এ দেশে পালন করতে পারবে না ?
কেন খুন ? এর জবাব কে দিবে, হিন্দুদের কি নিজের ধর্ম পালন করার অধিকার নেই ?নিম্নে কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল- from social mediafacebook আমি এই জঘন্য অপকর্মের বিচার চাই। হিন্দু বলেকি আমাদের কোনো দাম নেই??????- Shaptoshi Devi
Rajib Das প্রতিবাদ মিছিল, মানব বন্ধন করে কিছু হবে না।গান্ধি নীতি নয়, নেতাজী হতে হবে
Bimal Das বেশি কিছু বলবেন না,তা হলে সরকার আপনাদের কে বাঁশ দেবে।বাংলাদেশ সরকার এখন এ সব দেখে না। চোখের মাথা খাইছে সরকার। ভোটের সময় হিন্দুরা ভাই,আর অন্য সময় হিন্দুরা মালাউন।
Syamamurti Govinda Das ( ঢাকা বিশ্ব:) ক্ষত্রিয় দরকার, দরকার যুদ্ধনীতি।
Kanchan Shill আমি সমগ্র সনাতনি ভাইদের কে বলছি, একএিত হয়ে প্রতিবাদ জানান, তোমরা সবাই চুপ করে বসে থেক না সনাতনি ভাইরা,আজ এক জন,কালকে একজন, পরশু আমাকে,তারপর আপনাকে এই ভাবে এক এক করে সবাইকে হত্যা করতে থাকবে তারা। আজ প্রতিবাদ করার দিন এসেছে।
Rakhi Chawdhury (বগুড়া) ভগবান বলেছেন যখন অধর্মের আবির্ভাব আমার ভক্তের প্রতি নির্যাতন হয় তখন আমি নিজেকে আবির্ভাব করি। আজ মনে হচ্ছ ভগবােনর ক্ষমতা অসুভ শক্তির কাছে পরাস্ত হতে হচ্ছে
Sanjit Kumar ঢাকা , কি বলব ভাষা খুজে পাচ্ছি না
Dinesh Chandra Barman Sadhinota kothay ?
News in media:-
AFP
A top Hindu priest was decapitated by attackers in northern Bangladesh Sunday and two worshipers wounded, police said, in the latest assault targeting minorities in the Muslim-majority nation.
Two assailants armed with pistols and cleavers attacked Jogeswar Roy, 45, the head priest of Sri Sri Sant Gourio Math, at his home in the temple on Sunday morning, officials said.
"The priest was preparing for morning prayers when they pounced on him and slit his head from the body at the verandah of his home inside the temple," said Shafiqul Islam, a government administrator in the sub-district Debiganj where the temple is located.
"We recovered a blood-stained cleaver from the spot," he said.
police action
The three, who were sent to police custody on Tuesday, were identified as Khalilur Rahman, Babul Hossain and Jahangir Hossain. Police claimed two of them were JMB activists while the other was affiliated to the Jaamat-e-Islami’s student wing.Community protest
Action on 23rd Feb,2016Qte “Freedom of religion is a universal right. Nothing can justify attacks on people because of their faith or beliefs,-British High Commissioner Alison Blake.